নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আলাদা তিন অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ | ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীতে আলাদা তিন অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্যসচিব আবদুল মতিন মাস্টার, ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দীন।

ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘটিকায় মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে আবদুল মতিন মাস্টারকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিবাগত রাতে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল মধ্যরাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।