নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
ডাকাতি | প্রতীকী ছবি |
রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হসপিটালের পেছনে একটি বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সাত-আটজনের একটি ডাকাত দল নির্মাণাধীন একটি ভবন থেকে গ্রিল কেটে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পারসন কামাল আহমেদের বাসায় প্রবেশ করে।
ডাকাতেরা বাসার ভেতরে ঢুকে কামাল আহমেদ, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হাত-পা বেঁধে ফেলে এবং চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। প্রায় দেড় ঘণ্টা ধরে বাসার ভেতরে ভাঙচুর চালিয়ে ৪ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। যে বাসায় ডাকাতি হয়েছে, সেখানকার বাসা ও আশপাশে কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি।