চট্টগ্রামে অনশনে কারিগরি শিক্ষার্থীরা
প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা আড়াইটায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
দাবি আদায়ে অনশন শুরু করেছেন চট্টগ্রামের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তাঁরা অনশন শুরুর ঘোষণা দেন। এর আগে নগরের বিভিন্ন সরকারি–বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হন অর্ধশতাধিক শিক্ষার্থী।
সকাল থেকেই দাবি আদায়ে নগরের সরকারি–বেসরকারি বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী নগরের ২ নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে যান। সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তাঁরা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন। একপর্যায়ে আমরণ অনশনের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি দাবি করা ন্যাশনাল পলিটেকনিক কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করার দাবি।
গত বুধবার থেকে এসব দাবিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এদিকে গতকাল রোববার জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলা হয়েছে।
তবে এতে সন্তুষ্ট নন আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাঁরা রায় ও এ–সংক্রান্ত মামলা পুরোপুরি বাতিল চান। তাঁদের দাবি, রায় স্থগিত নয়, বাতিল করতে হবে। এসব দাবিতে তাঁরা সড়ক অবরোধ করে অনশন করছেন।
বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনের সড়কে বসে স্লোগান দিচ্ছেন অর্ধশতাধিক কারিগরি শিক্ষার্থী। এ সময় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প পথ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়নি। কারিগরি ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি তৌকির আহমেদ বলেন, ‘কারিগরি শিক্ষার মান বাড়তে আট মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবিগুলো যৌক্তিক, তাহলে কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না? ৪০ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি বিশ্ববিদ্যালয়, মাত্র ৬৫০টি আসন। যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে না, আমরা অনশনে থাকব।’
একটি মন্তব্য পোস্ট করুন