নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাসার সামনে অস্ত্র হাতে আলিনুরকে দেখার কথা জানিয়েছে পুলিশ | ছবি: ডিএমপির কাছ থেকে পাওয়া ফুটেজ থেকে |
ঢাকার ভাটারায় গাড়িতে এসে বাসার সামনে গুলি ছোড়া, হত্যার হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় আলিনুর পাভেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ১ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে আলিনুর পাভেলসহ ১০-১২ জনের একটি দল প্রাইভেট কারে করে ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার একটি বাড়ির সামনে আসে। ওই বাড়ির বাসিন্দা মো. রাশেদুজ্জামান ওরফে রাজুর সঙ্গে আলিনুরের পূর্বশত্রুতা ছিল।
![]() |
আলিনুর পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ | ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া |
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাশেদুজ্জামানের বাসার সামনে এসে আলিনুর গালিগালাজ করেন। রাশেদুজ্জামানের বাসার সামনে দুটি ফাঁকা গুলি ছোড়েন তিনি। বাসার ফটকে লাথি মারেন এবং কিছু সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ভাঙচুর করেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় রাশেদুজ্জামান ভাটারা থানায় একটি মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি তদন্তকালে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে আলিনুরকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তাঁর উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।