[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে যানজট ও বৃষ্টির চাপে রাজধানীবাসী

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকায় তীব্র যানজট, তবে মুষলধারে বৃষ্টি শেষে গরম কমে এসেছে। এমন পরিস্থিতিতেও মা সাথে শিশু শিক্ষার্থী বাড়ি ফিরছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়কে থেকে তাঁরা জোহরের নামাজ আদায় করেন।

বেলা ১টায় রামপুরা থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন শহীদ উদ্দিন। হাতিরঝিলের রামপুরার কাছাকাছি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুদূর গিয়েই জ্যামে আটকা পড়ে অটোরিকশা। একটু পর তিনি জানতে পারেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এই যানজট। এফডিসি মোড় থেকে হাতিরঝিলের মধুবাগ, অন্যদিকে মহাখালী পর্যন্ত যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটের ফলে রাজধানীর সাতরাস্তা এলাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

দুপুরে তীব্র গরম থাকলেও বিকেলে ঘন কালো মেঘ করে রাজধানীর বুকে নামে বৈশাখের প্রথম বৃষ্টি। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি নেমে এলেও বেড়ে যায় যানজটের মাত্রা। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় অনেক স্থানে অটোরিকশাসহ বিভিন্ন যান বন্ধ হয়ে যেতে দেখা গেছে।

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে ঢাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, যেখানে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে  | ছবি: পদ্মা ট্রিবিউন

মহাখালী এলাকায় প্রায় যানজটে আটকে থাকা মোতালেব হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টায় এক পা আগাতে পারিনি। এমন জায়গায় আটকে আছি যে বের হওয়ারও সুযোগ নেই। এর মধ্যে আবার বৃষ্টি। এত ভোগান্তি আর ভালো লাগে না।’

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার শুরু হবে—এই চক্রেই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।

আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  | ছবি: পদ্মা ট্রিবিউন

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন