![]() |
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদকে স্মরণ করে এক মিনিটের নীরবতা পালন করছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল | ছবি: পদ্মা ট্রিবিউন |
ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বৈমানিক স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’
As a mark of respect for Squadron Leader Mohammed Asim Jawwad, who tragically passed away in an Air Force plane crash in Chattogram yesterday, the BCB will observe one minute of silence before the start of today's T20i match against Zimbabwe at SBNCS, Mirpur. pic.twitter.com/m0F3s87ixH
— Bangladesh Cricket (@BCBtigers) May 10, 2024