বিএনপির অবরোধ সমর্থনে ঈশ্বরদীতে মশাল মিছিল বের করেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি অবরোধের সমর্থনে মশাল মিছিল করে। বুধবার রাতে উপজেলার সদরের বাবুপাড়া এলাকায় ঈশ্বরদী-লালপুর-বাঘা-রাজশাহী মহাসড়কে এ মিছিল করা হয়।

বিএনপির নেতারা বলছেন, নির্বাচন কমিশনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি) মুক্তির দাবি জানিয়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সোয়া সাতটার দিকে শহরের পশ্চিম টেংরি মুক্তির মোড় এলাকা থেকে মিছিলটি ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিমানবন্দর সড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ওই এলাকার ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।

মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন | ছবি: পদ্মা ট্রিবিউন

তখন জাকির হোসেন জুয়েল বলেন 'পুলিশের বিস্ময়কর হীন প্রচেষ্টা প্রমাণ করেছে যে, শেখ হাসিনার সরকার একটি ধ্বংসাত্মক ও প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে সহিংস হয়ে উঠেছে এবং একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য মরিয়া হয়ে উঠেছে। অতীতের মতো তিনি বাংলাদেশের জনগণকে আটকে রেখে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে ভোট ডাকাতির উৎসবকে সফল করতে চান।'