![]() |
বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সেগুনবাগিচা এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা, ২৮ অক্টোবর | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে রাজস্ব ভবনের দিকে যাওয়ার পথের সড়কে এ সংঘর্ষ শুরু হয়।
রাজস্ব ভবনের দিকে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। সেখানে পুলিশও রয়েছে। আর ডিআরইউর দিকে রয়েছে বিএনপির নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ডিআরইউর সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিক পরিচয় দিয়ে একজন রাজস্ব ভবনের দিকে গেলে তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তিনি দেখাতে না পারলে তাঁকে বেদম মারধর করা হয়। পরে লোকজন তাঁকে পাশের একটি ভবনে সরিয়ে নেয়। তবে ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিএনপির সমাবেশকে ঘিরে দুপুরের পর কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিজয়নগর ও শান্তিনগর এলাকায়। কাকরাইল এলাকায় সংঘর্ষ থেমে গেলেও বিজয়নগর ও শান্তিনগরে থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া যায়।