[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি এলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো: ইসি রাশেদা সুলতানা

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তবে বিএনপি না এলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন ইসি রাশেদা সুলতানা।

বিএনপি নির্বাচনে আসছে না—সে ক্ষেত্রে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না, এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসছে না; কিন্তু প্রতিদ্বন্দ্বী তো আরও আছেন। একবারে যে কেউ নেই তা না। ওনারা এলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এখন না এলে...কেউ যদি না আসেন, তাঁর জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবেই না, এটা কি বলা যাবে? আরও প্রার্থী তো আছেন। আছেন না?’

প্রস্তুতি সভার বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, রাজশাহী সিটি করপোরেশন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য কী কী প্রস্তুতি নেওয়া যেতে পারে, সেই প্রাক্‌–প্রস্তুতিমূলক আলোচনা। এখানে সব বিষয়েই আলোচনা হয়েছে। মূলত নির্বাচনকে গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে করণীয়গুলো আলোচনা হয়েছে।

রাজশাহীর নির্বাচনে কোনো চ্যালেঞ্জ আছে কি না, জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, ‘সে রকম চ্যালেঞ্জের মতো কিছু আসেনি। তবে যদি এ রকম কিছু আসে, তখন তাঁরা সেটি দেখবেন। এই নির্বাচন সুষ্ঠু হবে। আচরণবিধিও সুন্দরভাবে প্রতিপালিত হবে।’ নির্বাচনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। কেন্দ্রে ভোটকক্ষের বাইরে সাংবাদিকেরা লাইভ করতে পারবেন। সিটি নির্বাচনে সাংবাদিকেরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন ভাবছে। এ নিয়ে তিনি স্পষ্ট কিছু এখনই বলতে পারছেন না।

এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভায় মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন