সমরজিৎ রায়চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুর খবর  নিশ্চিত করেছেন তাঁর ছেলে সুরজিৎ রায়চৌধুরী।

সুরজিৎ রায়চৌধুরী জানান, গত তিন দিন তাঁর বাবার শরীরের অবস্থার অবনতি হয়। জ্বর কোনোক্রমেই নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাঁকে বাসায় নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।