জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালি বের করে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে বিপথগামী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেন। বিপথগামী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন । জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি।  

সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, যুগ্ম সম্পাদক ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মালিথা,  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মেজবুল হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল আলম দিপু মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান বিশ্বাস, আহসান হাবিব জিতু, পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তরিকুল ইসলাম রঞ্জু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম শিমুল ও সাধারন সম্পাদক ইশতিয়াক আহম্মেদ শিহাব প্রমুখ।

পরে দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালি বের করা হয়। শোক র‍্যালিটি পাকশী ইউনিয়নের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রেলওয়ে পাকশী বিভাগ | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে, দিবসটি পালন করছে রেলওয়ে পাকশী বিভাগ। সকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় চত্বরে ডিআরএম শাহীদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা, আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন আলীসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শোক র‍্যালি বের করা হয়।