প্রতিনিধি জামালপুর

জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভ। গতকাল রাতে জেলা শহরের গেটপাড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ‘পদবঞ্চিত’ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গেটপাড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

গতকাল রাতে আতিকুর রহমানকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা ছাত্রদলের ১০ সদস্যের একটি আংশিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই আছে।

গতকাল রাতে নতুন কমিটি গঠনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে পদবঞ্চিত নেতা-কর্মীরা শহরের গেটপাড় এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়সংলগ্ন প্রধান সড়কে ইট ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, জেলা ছাত্রদলের এবারের কমিটিতে সভাপতি প্রার্থী ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম। তাঁকে নতুন কমিটিতে না রাখায় তাঁর অনুসারীরাই এ বিক্ষোভ করেন। এ বিষয়ে কথা বলার জন্য মঞ্জুরুল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

নতুন কমিটির সভাপতি আতিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটি এলে দুই-একজন সেখানে পদবঞ্চিত হবেন—এটাই তো স্বাভাবিক। তবে তাঁরাও কষ্ট করেছেন। তাঁরা গেটপাড় এলাকায় ছোটখাটো বিক্ষোভ করেছেন। কিন্তু কমিটির পক্ষে সারা শহরে আনন্দমিছিল হয়েছে।’