{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

৩২ নম্বরে গাছ থেকে ডাব নিতে ব্যস্ত তাঁরা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানোর সময় এই নারকেলগাছটি ভেঙে ফেলা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানোর সময় বাগানে থাকা একটি নারকেলগাছ ভেঙে ফেলা হয়। এ সময় নারকেলগাছটি নিচে পড়ে যায়। সেখানে জড়ো হওয়া বেশ কয়েকজনকে গাছ থেকে ডাব ছিঁড়ে নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ডাব নিয়ে তাঁদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। পরে ডাব হাতে অনেকে উল্লাস করেন এবং ছবি তোলেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি ভাঙার সময় ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যেতে দেখা যায় অনেককে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

৩২ নম্বরে আজ দুপুর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ডাব পেড়ে ছবি তোলেন অনেকে। আজ বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন 

জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ছয় মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন