{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ঈশ্বরদীতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তিকারী বিজেপি নেতাদের শাস্তি দাবি

প্রকাশঃ
অ+ অ-

বিজেপির দুই নেতার মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে  কটূক্তির প্রতিবাদে ইপিজেড এর প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশে করে পাকশী ইউনিয়ন ওলামা পরিষদ | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি পাবনা: পাবনার ঈশ্বরদীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির দুই নেতাকে অবিলম্বে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পাকশী ইউনিয়ন ওলামা পরিষদ।

আজ বুধবার সকালে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্রধান ফটকে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। পাশাপাশি সংগঠনটি বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়ার জন্য ভারতকে আহ্বান করেছে।

ওলামা পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—কটূক্তির কারণে বিশ্ব মুসলমানদের কাছে ভারতকে ক্ষমা চাইতে হবে, মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ ও নিন্দা জানাতে হবে।

প্রতিবাদ সমাবেশে পাকশী ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি গোলাম মুস্তাফা কামাল বলেন, বিজেপি নেতারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

এতে পাকশী ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পাকশী মাদ্রাসার মুহতামিম সিরাজুল ইসলাম ও ঈশ্বরদী ইপিজেড মসজিদের ইমাম আব্দুল্লাহ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন