ঈশ্বরদীতে মুসল্লিদের বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক
![]() |
নামাজ শেষ হওয়ার পর মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ। শুক্রবার দুপুরে রেলগেট গোলচত্তরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করেছেন- এমন অভিযোগে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা।
আজ শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা সদরের রেলগেট গোলচত্তরে জড়ো হয়।
![]() |
আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ মিছিল। শুক্রবার দুপুরে ফতেমোহাম্মদপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
এরপর ঈশ্বরদী উপজেলা ওলামা পরিষদ ও আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত প্রায় দেড় ঘণ্টা ব্যাপী চলা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ, কাঁঠাল তলা জামে মসজিদের ইমাম রায়হান, নূরমহল্লা জামে মসজিদের খতিব রাশেদুল ইসলাম, জামিয়া সিদ্দিকা আমবাগান মাদ্রাসার শিক্ষক হাফিজুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা শাখার সভাপতি আবুল খয়ের রিজভী, সাধারণ সম্পাদাক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, সাবেক কাউন্সিলর কামাল আশরাফি প্রমুখ।
![]() |
আহলে
সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ মিছিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ও বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মার প্রতীকী। শুক্রবার দুপুরে
ফতেমোহাম্মদপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রায় প্রতিটি মিছিলেই হাজার হাজার লোকসমাগম দেখা গেছে। মিছিলে ‘বিশ্বনবীর অপমান মানবে না মুসলমান, ‘নূপুর শর্মা ও নরেন্দ্র মোদির ফাঁসি চাই’ এমন স্লোগান দিতে শোনা যায়। মিছিল থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া হয়। সবশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করেছে মুসল্লিরা।
![]() |
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মার
কুশপুত্তলিকা দাহ করেছে মুসল্লিরা। শুক্রবার দুপুরে রেলগেট গোলচত্তরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সমাবেশে ওলিউল্লাহ বলেন, বিজেপি নেতাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশসহ গোটা বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি পায়তারা। মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে এ ধরনের ধর্মীয় অপবাদ ছড়ানো হচ্ছে। আমরা মুসলিম বিশ্ব এক বিন্দু রক্ত থাকতে তা মেনে নেব না।
![]() |
বিক্ষোভ
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ।
শুক্রবার দুপুরে রেলগেট গোলচত্তরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আবুল খয়ের রিজভী বলেন, বিজেপির দুই নেতা জঘন্যতম কাজ করেছে। ভারতীয় পণ্য বর্জন করা হোক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। তাদের এরকম বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে এ দুই নেতার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
একটি মন্তব্য পোস্ট করুন