বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, ছয়জন গ্রেপ্তার
![]() |
| বাংলামোটরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল | ছবি: ভিডিও থেকে নেওয়া |
রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ‘কার্যক্রম নিষিদ্ধ' আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে মিছিল শেষ হওয়ার পর পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করে।
বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে এগোতে থাকে। এতে অংশ নেওয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, 'এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রতিবাদ হিসেবে আমরা মিছিল করেছি।'
তিনি আরও জানান, 'দুপুর ২টার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজন জড়ো হতে শুরু করে। আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল হয়। আমাদের দেখেই আশপাশের লোকজনও এতে যোগ দিয়েছে।'
পুরাতন এলিফ্যান্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী জানান, 'হঠাৎ দেখি হাজারের বেশি মানুষ ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে। মিছিলে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগানও দিচ্ছিল।'
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, 'বাংলামোটর থেকে আওয়ামী লীগের নেতারা মিছিল শুরু করেছিলেন। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করেছে।'

একটি মন্তব্য পোস্ট করুন